আমুদরিয়া নিউজ: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত। উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। এক্স হ্যান্ডলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি লিখেছেন, ‘আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় পেল ভারতীয় দল। আত্মবিশ্বাস ও প্রতিভার আদর্শ উদাহরণ এই পারফরম্যান্স। গোটা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা ও দলগত সংহতি দেখিয়েছে এই দল। আমাদের প্লেয়ারদের অভিনন্দন। ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের উদ্ধুদ্ধ করবে।’ অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিশ্বকাপ ফাইনালে উইমেন ইন ব্লুয়ের অসাধারণ জয়ে আজ গোটা দেশ গর্বিত। যে লড়াই ও কর্তৃত্ব তারা গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে, তা তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তোমরা প্রমাণ করেছ যে তোমরা বিশ্বমানের দল এবং তোমরা কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরা আমাদের হিরো। ভবিষ্যতে আরও জয় আসুক। আমরা তোমাদের পাশে আছি।’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও অভিনন্দন জানিয়েছেন হরমনপ্রীতদের।