আমুদরিয়া নিউজ: ভোটপ্রচারে গিয়ে প্রয়াত মা’কে অপমান! কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারে ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধনের প্রতিবাদে ভোটাধিকার যাত্রায় নেমেছিলেন রাহুল গান্ধি। বিহারের দ্বারভাঙায় ওই কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশে কুকথা ভেসে আসে। মঙ্গলবার সমবায় সমিতির উদ্বোধন অনুষ্ঠানে তারই জবাব দেন মোদি। বলেন, “আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা সকলেই জানেন, আমার মা আর জীবিত নেই। ১০০ বছর পূর্ণ করে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আমার মা, যিনি আর জীবিত নেই, যাঁর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে তাঁকে কুকথা বলা হয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “এই কুকথা শুধুমাত্র আমার মায়ের অপমান নয়। এটি দেশের সকল মা, বোন এবং মেয়ের অপমান। আমি জানি, ওই কথাগুলি শুনে বিহারের প্রতিটি মায়ের কতটা খারাপ লেগেছে। আমি জানি, আমার মনে যে যন্ত্রণা হচ্ছে, বিহারবাসীও সেই একই যন্ত্রণায় ভুগছেন।” পাশাপাশি নাম না করে পরিবারতন্ত্র নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষ করে মোদি বলেন, “রাজার ঘরে জন্ম নেওয়া রাজপুত্রেরা একজন দরিদ্র মায়ের এবং তাঁর ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না।”