আমুদরিয়া নিউজ: ইন্দিরা গান্ধিকে টপকে সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন নরেন্দ্র মোদি। শুক্রবার দেশের ইতিহাসে নতুন নজির গড়লেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে একটানা দায়িত্বপালন শুক্রবার ৪০৭৮তম দিন তাঁর। এর আগে ইন্দিরা গান্ধি টানা ৪০৭৭ দিন প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম স্থানটি অবশ্য প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দখলে। স্বাধীনতার পর থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। নেহরুর পর দীর্ঘতম প্রধানমন্ত্রী থাকার নজির রয়েছে ইন্দিরা গান্ধির। প্রথম দফায় তিনি ১১ বছর ৫৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন। পরে ১৯৮০ সালের নির্বাচনে জিতে আরও ৪ বছর ২৯১ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নরেন্দ্র মোদি ২০১৪ থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ১১ বছর ৬০ দিন ধরে তিনি প্রধানমন্ত্রিত্বর দায়িত্ব সামলাচ্ছেন।
