আমুদরিয়া নিউজ: প্রতি বছরের মতো এ বছরও ভারতের সশস্ত্রবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বারের দীপাবলির সকালটা ভারতীয় নৌসেনার সঙ্গে কাটাতে রবিবার রাতেই তিনি গোয়া ও কারওয়ারের উপকূলে দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে পৌঁছে গিয়েছিলেন। বিশেষ এই অনুষ্ঠানের জন্য সোমবার সকালে সেনার পোশাকেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সঙ্গে ভারতের তিন সশস্ত্র বাহিনীকে আত্মনির্ভরতার বার্তাও দিয়েছেন তিনি। মোদি বলেন, “অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানকে হাঁটু মুড়ে বসিয়ে দিয়েছিল বিক্রান্ত। কয়েক মাস আগে সমুদ্র তরঙ্গের মাধ্যমে পাকিস্তানজুড়ে ভয় ছড়িয়ে দিয়েছিল এই যুদ্ধজাহাজ। বিক্রান্তের নামের এমনই ক্ষমতা, সেই নাম শুনে যুদ্ধের আগেই ভয়ে কাঁপতে থাকে শত্রুরা। ভারতের স্থল, বায়ু এবং নৌসেনা মিলে এমন বীরত্বের প্রমাণ দিয়েছে যে পাকিস্তানের ঘুম ছুটে গিয়েছে।” প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সেনার সঙ্গে দীপাবলি পালন করেন মোদি। গতবছর কার্গিলে গিয়েছিলেন তিনি।