আমুদরিয়া নিউজ: অন্ধ্রপ্রদেশের বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। আহত অন্তত ৩০। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। যারা এই দুর্ঘটনায় পরিজনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী লেখেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিজনদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে। জানা গিয়েছে, শনিবার একাদশী উপলক্ষে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো দিতে গিয়েছিলেন বহু ভক্ত। প্রবল ভিড়ের কারণে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। হঠাৎই অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে কয়েকজন ভক্ত মাটিতে পড়ে যান, তার পর মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি। ঘটনাস্থলেই বহু মানুষ পদপিষ্ট হন।