আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে ‘ঐতিহাসিক জয়’ পেল অ্যান্টনি আলবানিজের লেবার পার্টি! টানা দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন আলবানিজ। অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন সূত্রে খবর ৮৪ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। সেখানে পিটার ডাটনের নেতৃত্বাধীন বিরোধী জোট জিতেছে ৩৩ আসন। পরাজয় স্বীকার করে নিয়ে ডাটন বলেছেন, ‘‘ভোটে আমরা ভাল ফল করতে পারিনি। এই হারের দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।’’ এদিকে লেবার পার্টির জয়ের পর আলবানিসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
