আমুদরিয়া নিউজ: মাঝ আকাশে বিপর্যয়। মঙ্গলবার সকালে (স্থানীয় সময়) কেনিয়ায় ভেঙে পড়ল একটি ছোট বিমান। বিমানে সওয়ার ১২ জন যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, কেনিয়ার দিয়ানি থেকে মাসাইমারার কিচওয়া টেম্বো যাচ্ছিল বিমানটি। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা নাগাদ সেটি কোয়ালে কাউন্টির সিম্বা গোলিনিতে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানে থাকা ১২ জনের কাউকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল, তার কারণ খতিয়ে দেখা শুরু হয়েছে।