আমুদরিয়া নিউজ: মহিলার অনুমতি না নিয়ে স্পাই ক্যামেরায় ভিডিও শুট করার অভিযোগে গ্রেপ্তার পাইলট। জানা যাচ্ছে, অভিযুক্ত মোহিত প্রিয়দর্শী একটি বেসরকারি সংস্থার বিমানচালক। ওই যুবক আগ্রার সিভিল লাইন্সের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে দিল্লির কাছেই কিষাণগড় নামের এক গ্রামে। অভিযোগকারী মহিলার বক্তব্য, গত ৩০ আগস্ট রাত ১০ টার পর কিষাণগড় গ্রামের একটি বাজারে গিয়েছিলেন। সেখানেই তিনি লক্ষ্য করেন এক ব্যক্তি গোপনে তাঁর ভিডিও শুট করছেন। তিনি আরও বুঝতে পারেন, ক্যামেরাটি ওই ব্যক্তির লাইটারের মধ্যে লুকানো রয়েছে। এরপরই ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি স্পাই ক্যামেরাযুক্ত লাইটার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত অভিযোগ স্বীকার করেছেন। কেন তিনি এমন ভিডিয়ো করেছেন, তা জানার চেষ্টা চলছে।
