আমুদরিয়া নিউজ: দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ওই তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে কলেজের বাইরে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, সেইসময় কয়েকজন যুবক এসে তাঁদের পথ আটকায়। এরপর ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই গণধর্ষণ করা হয় তাঁকে। পরে তরুণীর সহপাঠী তাঁকে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ভূমিকন্যার উপর এহেন ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি।