আমুদরিয়া নিউজ : ট্রেনের সামনে রেললাইন পরিস্কার করছিলেন এক ভদ্রলোক। তাঁর পেছন দিক থেকে আসছিল একটি ট্রেন। তাকে বাঁচাতে এক ভালুক এসে রেললাইনে শুয়ে পড়ে। তবে পাশে ঝোপে একটি বাঘও ছিল। সেটি আবার ঝাপিয়ে পড়ে ওই ভদ্রলোকের গায়ে। এরপর ট্রেন এসে তিনজনকেই ধাক্কা মেরে চলে যায়। এখানে রক্ষক, ভক্ষক ও শিকার সকলেরই মৃত্যু হয়। রেড ডেড রিডেম্পশন নামের একটি গেমের কাট সিন থেকে নেওয়া এই ভিডিওটি আদতে ঘটেনি।
