আমুদরিয়া নিউজ: গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় ক্রিকেটারেরা। তা নিয়ে যথেষ্ট জলঘোলা করেছে পাকিস্তান। আরব আমিরশাহীর বিরুদ্ধে নামার আগে আইসিসি’র তরফে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণের দাবি খারিজ হওয়ায় খেলব না খেলব না করে অবশেষে একঘণ্টা পর মাঠে নামে পাক দল। তাই বিতর্কে না জড়িয়ে পাকিস্তানকে নিজেদের খেলায় মন দিতে বললেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। কপিল বলেন, “এগুলো নিতান্তই ছোটখাটো ব্যাপার। ওদের ক্রিকেটে মন দেওয়া উচিত। কেউ যদি হাত মেলাতে না চায়, তাহলে সেটা নিয়ে বড় ইস্যু বানানোর দরকার নেই। এটা নিয়ে ভুল মন্তব্য করাটাও ঠিক নয়। কিছু কিছু ক্রিকেটার এমন এসব নিয়ে বিতর্কিত মন্তব্য করছে।” কপিলের কথায়, “পাকিস্তান মোটেও ভালো ক্রিকেট খেলছে না। এটা নিয়ে ওদের ভাবা উচিত। কেউ করমর্দন করবে নাকি আলিঙ্গন করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।”