আমুদরিয়া নিউজ: রবিবার মধ্যরাতে জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল অন্তত রোগীর। আশঙ্কাজনক আরও কয়েকজন। জানা গিয়েছে হাসপাতালের আইসিইউতে প্রথমে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গাতেও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর আত্মীয়দের অভিযোগ, ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই হাসপাতালের কর্মীরা সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। উলটে তাঁরা পালিয়ে যায়। শর্ট সার্কিট থেকে ভয়াবহ এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যমে লিখেছেন, “যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।” ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।