আমুদরিয়া নিউজ : নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চ্যাটার্জীর ঠিকঠাক চিকিৎসা পিজি হাসপাতাল বা এসএসকেএম হাসপাতালে হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। তিনি কলকাতা হাইকোর্টে সে কথা জানিয়ে অন্যত্র চিকিৎসার ব্যবস্থা করার অনুমতি চেয়েছেন। আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এসএসকেএম হাসপাতালের রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্ট পেলে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে।
 
					 
			 
		 
		 
		 
		