আমুদরিয়া নিউজ: নবম দশম নিয়োগ দুর্নীতির মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালত জামিন দিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। তবে জামিন পেলেও এখনই পার্থের জেলমুক্তি হচ্ছে না। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতেও অন্যতম অভিযুক্ত পার্থ। তাই আপাতত জেলই তার ঠিকানা। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। এরপর থেকে জেলবন্দি অবস্থাতেই রয়েছেন। আর এক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। তবে একই দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় এখনও জামিন হয়নি তাঁর। ওই মামলা এখনও বিচারাধীন।
