আমুদরিয়া নিউজ: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে পার্থের জামিনের আবেদন মঞ্জুর করেন। এই একটি মামলা বাদে বাকিগুলিতে আগেই জামিন পেয়েছেন পার্থ। অর্থাৎ সব মামলায় জামিন পেয়ে গেলেন তিনি। তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। আদালতে পাসপোর্ট জমা করতে হবে পার্থকে। তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না। তবে জামিন পেলেও পুজোর আগে জেল থেকে ছাড়া পাবেন না পার্থ। যে মামলাগুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন এখনও হয়নি, সেগুলিতে চার্জ গঠন করতে হবে। সাক্ষীদের বয়ান শেষ করতে হবে। ফলে চার্জ গঠন ও সাক্ষীদের বয়ান শেষ না হওয়া পর্যন্ত জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
