আমুদরিয়া নিউজ: সদ্য কানাডায় ক্যাফে খুলেছেন কৌতুকশিল্পী তথা অভিনেতা কপিল শর্মা। সেই ক্যাফে খোলার কয়েকদিনের মধ্যেই বৃহস্পতিবার ‘ক্যাপস ক্যাফে’-তে হঠাৎই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন হরজিৎ সিংহ লাড্ডি। তিনি খলিস্তানি জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার কৌতুকাভিনেতার বিরুদ্ধে সুর চড়ালেন খলিস্তানপন্থী ‘এসএফজে’র নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় কপিল শর্মাকে খোলাখুলি হুমকি দিয়েছেন তিনি। পান্নুনকে সেখানে বলতে শোনা যায়, “কানাডা তোমার ব্যবসার জায়গা নয়। তোমার রক্তমাখা টাকা নিয়ে হিন্দুস্তানে ফেরত চলে যাও। ব্যবসার আড়ালে সহিংস হিন্দুত্ববাদী মতাদর্শকে কানাডার মাটিতে শিকড় গাড়তে দেব না। সেই ভিডিওতেই পান্নুন প্রশ্ন ছোড়েন, “এই ক্যাফে কি শুধুমাত্রই তোমার কৌতুক পরিবেশনের জন্য, নাকি হিন্দুত্ব রপ্তানির বৃহত্তর ষড়যন্ত্রের অংশ?” এ বিষয়ে কপিল শর্মা বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।