আমুদরিয়া নিউজ: জঙ্গি হামলার হুমকি ঘিরে আতঙ্ক ছড়াল পুরীর জগন্নাথ মন্দিরে! বুধবার সকালে পুরীর মন্দিরের দেওয়ালে দুই ভাষায় লেখা হুমকিবার্তা পাওয়া গিয়েছে। ওড়িয়া এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা, জঙ্গি হামলায় ধ্বংস হবে জগন্নাথদেবের এই মন্দির। বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও খোদাই করা ছিল বলে দাবি। এ ছাড়া, বেশ কয়েকটি ফোন নম্বর লিখে তাতে ফোন করার ‘নির্দেশ’ দেওয়া হয়েছিল ওই বার্তায়। শুধু হুমকিবার্তাই নয়, মন্দির চত্বরের বেশ কয়েকটি বাতিও ভাঙা অবস্থায় মিলেছে বলে খবর। এরপরই তড়িঘড়ি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে মন্দির চত্বর জুড়ে। গোটা মন্দির চত্বরে সিসিটিভি ক্যামেরা, এমনকি সর্বক্ষণ টহলরত নিরাপত্তাকর্মীরা থাকা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার নেপথ্যে কে রয়েছে, কী তাদের উদ্দেশ্য, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার পিনাক মিশ্র।
