আমুদরিয়া নিউজ: ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হয়ে গেল জাফর এক্সপ্রেসের ৬টি বগি। বুধবার বালোচিস্তানের কাছে সিন্ধ প্রদেশের জাকোবাবাদের কাছে এই দুর্ঘটনা ঘটে। পাক সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। সিন্ধ প্রদেশের জাকোবাবাদের কাছে রেললাইনের পাশে একটি পশু হাটের কাছে তীব্র বিস্ফোরণ হয়। এরপরই লাইনচ্যুত হয় ট্রেনটি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন রেল আধিকারিক ও পাক সেনা। হতাহতের কোনও খবর মেলেনি এখনও। কীভাবে এই বিস্ফোরণ তার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই ঘটনার পিছনে হাত রয়েছে বালোচ বিদ্রোহীদের। গত মার্চ মাসেও হামলা হয়েছিল জাফর এক্সপ্রেসে। পুরো ট্রেন কব্জা করে নিয়েছিলেন বালোচ বিদ্রোহীরা। পরে অবশ্য পাক সেনাবাহিনীর অভিযানে বালোচ বিদ্রোহীমুক্ত হয় ট্রেন।
