আমুদরিয়া নিউজ: প্রতিরক্ষা দপ্তরের আবাসন থেকে উদ্ধার হল পাক অভিনেত্রী হুমাইরা আসগর আলির পচাগলা দেহ। ৩২ বছর বয়সি মডেল-অভিনেত্রী আবাসনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত দু’ সপ্তাহ আগে হুমাইরা আসগর আলির মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরু থেকে ফ্ল্যাটের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই কারণেই ফ্ল্যাটের মালিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। চলছিল মামলা। আদালতের নির্দেশেই পুলিশ মঙ্গলবার দুপুর ৩টে ১৫মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভাঙতে হয় পুলিশকে। তার পরই হুমাইরার দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
