আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সাধারণ সভার অধিবেশনের জন্য আমেরিকাতেই রয়েছেন শাহবাজ়। সেই সফরের মধ্যেই নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন এসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “এক দারুণ নেতা আসছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন পাক সেনাপ্রধান, তিনিও অসাধারণ মানুষ।” দুপক্ষে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সুরক্ষা, বাণিজ্যর মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। ২০১৯ সালের পর এই প্রথম কোনও পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট।
