আমুদরিয়া নিউজ: পাকিস্তানের তরফে কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ করা হয়নি। দাবি করলেন পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি। পাকিস্তানের সঙ্গে শনিবার যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে ভারতীয় সেনা। তার আগে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের তরফে বলা হয়েছে পাকিস্তানের ডিজিএমও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। যদিও সেই বক্তব্য নস্যাৎ করেছে পাক সেনা।
রবিবার পাকিস্তানের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। উপস্হিত ছিলেন পাক বায়ুসেনার ডিরেক্টর জেনারেল পাবলিক রিলেশন এয়ার ভাইস মার্শাল অওরঙ্গজেব আহমেদ, নৌবাহিনী (অপারেশনস) ডেপুটি চিফ ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজ এবং সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল চৌধুরি। চৌধুরী বলেন, ‘‘লিখে রাখুন যে, পাকিস্তান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি।’’
তবে তিনি এ-ও জানিয়েছেন যে, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের জায়গা থাকতে পারে না। তিনি দাবি করেছেন যে, এই সংঘাতের আবহ পাকিস্তান ‘পরিণত ভাবে’ সামলেছে। ‘তীব্রতা নিয়ন্ত্রণ করে জবাব’ দেওয়া হয়েছে বলেও দাবি জেনারেল চৌধুরির। তাঁর আরও দাবি, ভারতের সুরতগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, ভাতিন্ডা, বারনালা, হালওয়ারা, অবন্তীপোরা, শ্রীনগর, জম্মু, মামুন, অম্বালা, উধমপুর, পঠানকোটে বায়ুসেনাঘাঁটিতে নিশানা করা হয়েছে। সেগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ভারতের ছোড়া ব্রহ্মস তারা ধ্বংস করেছে বলেই দাবি।