আমুদরিয়া নিউজ: ভারতীয় সেনাবাহিনীর সিঁদুর অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটি। ইসলামাবাদ স্বীকার না করলেও উপগ্রহ চিত্রের স্পষ্ট ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়ে। এরপর থেকেই গুরুত্বপূর্ণ এই নূর খান ঘাঁটি বন্ধ ছিল। তবে সেই ঘাঁটি সংস্কারের কাজে হাত দিয়েছে পাক সরকার । ম্যাক্সারের উপগ্রহ চিত্র সামনে এনে এমনটাই দাবি সংবাদ সংস্থার। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, নতুন নির্মাণ গড়ে উঠছে। তৈরি হচ্ছে দেওয়াল। যে অংশ ভারতের প্রত্যাঘাতে ভেঙে পড়েছিল, সেগুলিও আবার মাথা তুলছে। ইসলামাবাদ থেকে ২৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত নুর খান একটি কৌশলগত বিমানঘাঁটি, যেখানে পাকিস্তান বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সরঞ্জাম রাখা আছে। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানের মাটিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। সেই অভিযানে একদিকে সে দেশের মাটিতে ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। তার মধ্যে অন্যতম এই নুর খান বায়ুসেনা ঘাঁটি।
