আমুদরিয়া নিউজ: পাকিস্তান সেনায় যোগ হচ্ছে নতুন বাহিনী। যার নাম রাখা হয়েছে ‘আর্মি রকেট ফোর্স’। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার রাতে এই বাহিনীর কথা ঘোষণা করেছেন। পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, আধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো এই বাহিনী পাক সেনার কাছে এক অন্যতম বড় মাইলফলক হতে চলেছে। পাক প্রতিরক্ষা দপ্তরের উচ্চসচিবের তরফে জানানো হয়েছে, ‘আর্মি রকেট ফোর্স’ একটি স্বনিয়ন্ত্রিত বাহিনী। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে এই বাহিনী। তবে ঠিক কী কাজ হবে এই বাহিনীর, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানান হয়নি। মনে করা হচ্ছে, চিনের অনুকরণে এই বাহিনীর পরিকল্পনা। চিনের পিপল্স লিবারেশন আর্মি (পিএলএ)-র চতুর্থ শাখাটির নাম রকেট ফোর্স। মূলত চিনা ফৌজের ব্যালিস্টিক, হাইপারসোনিক এবং ক্রুজ় ক্ষেপণাস্ত্রের যাবতীয় অস্ত্রভান্ডার নিয়ন্ত্রণ করে এই বাহিনী। পারমাণবিক অস্ত্রও তাদের নিয়ন্ত্রণে থাকে। পাকিস্তানের রকেট ফোর্সকেও সেই দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়ে চলছে জল্পনা।
