আমুদরিয়া ডেস্ক: আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বড় সেনা অভিযান শুরু করতে পারে ভারত। এমনই আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের সম্প্রচারমন্ত্রী আতাউল্লা তাহার। মঙ্গলবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে পাক মন্ত্রী বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি, পহেলগাঁওয়ের ঘটনার দায় আমাদের উপর চাপিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের উপর হামলা চালাতে চলেছে ভারত। তবে ভারতের এক একতরফা পদক্ষেপের পালটা জবাব দিতে পাকিস্তানও প্রস্তুত।’
পাক মন্ত্রী জানান, ভারত যদি পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে এর ফলে যে বিপর্যয় আসবে তার জন্য ভারতই একমাত্র দায়ী থাকবে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় সিংহভাগ পর্যটক-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারত। তারপর থেকেই সীমান্তে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করছে দুই দেশই। রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।