আমুদরিয়া নিউজ: ফের আমেরিকায় যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। দুমাসের মধ্যে এটা নিয়ে দ্বিতীয়বার তিনি পা রাখবেন মার্কিন মুলুকে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার অবসরগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুনির। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ‘ফোর স্টার’ সেনা জেনারেল কুরিল্লা। এই মাসের শেষের দিকেই অবসর নিতে চলেছেন তিনি। তাঁকে সম্মান জানাতেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন আসিম মুনির। তবে এই সফরে পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের জন্য কোনও সময় ট্রাম্প বরাদ্দ করবেন কি না তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা নিয়ে অতীতে ভূয়সী প্রশংসা করেছিলেন কুরিল্লা। তিনি পাকিস্তানের সম্মানীয় সামরিক খেতাব নিশান-ই-ইমতিয়াজে ভূষিত হয়েছিলেন গত মাসে। ইসলামাবাদের প্রেসিডেন্টের প্রাসাদে আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তাঁকে সম্মান তুলে দেওয়া হয়।
