আমুদরিয়া নিউজ: আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বোমাবাজির অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে! সংবাদ সংস্থা জানিয়েছে বুধবার রাতে আফগানিস্তানের নানগরহর এবং খোস্ত প্রদেশে পাক সেনা ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ। পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ওই ঘটনায় তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। জখম হয়েছেন আরও সাত জন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে আফগানিস্তান। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই ধরনের হামলায় দুই মুসলিম প্রধান দেশের মধ্যে দূরত্ব বাড়বে। এবং ঘৃণা আরও ছড়িয়ে পড়বে। ওই হামলাকে ‘নিষ্ঠুর ও অমানবিক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও বর্ণনা করা হয়েছে। কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকেও ডেকে সতর্ক করে দিয়েছে তালিবান সরকার।