আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার পাঞ্জাবের ফিরোজপুরে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে এক পাক যুবককে গুলি করে মারল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার ভোরে পঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই যুবক। তখনই তাঁকে দেখে ফেলেন সীমান্তরক্ষীরা।
অভিযোগ, ওই যুবককে এগোতে বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। এরপরই তাকে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গত রবিবারও পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় আন্তজার্তিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার অপরাধে এক পাক নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ। তার কাছ থেকে একটি পাকিস্তানি পরিচয়পত্র এবং ৪০ পাকিস্তানি রুপি বাজেয়াপ্ত করা হয়। মহম্মদ হুসনাইন নামে ওই যুবক বর্তমানে পঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন।