আমুদরিয়া নিউজ: ফের ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইটে হানা দিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করল পাকিস্তানি হ্যাকাররা। পাকিস্তান সাইবার ফোর্স নামক এক হ্যাকার গোষ্ঠী এক্স হ্যান্ডলে দাবি করেছে, তারা দু’টি ভারতীয় সামরিক প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য পেয়ে গিয়েছে। ওই গোষ্ঠীর দাবি, ভারতে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস-এর ওয়েবসাইট হ্যাক করেছে।
তারা আরও জানিয়েছে, এবার তারা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা চালাচ্ছে। যদিও সতর্ক রয়েছেন ভারতীয় প্রযুক্তিবিদরা। দেশের সামরিক তথ্য নিরাপদে রাখতে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ঘটনার পর সাবধানতামূলক পদক্ষেপ হিসাবে ‘আরমার্ড ভেহিকল নিগম লিমিটেড’-এর সরকারি ওয়েবসাইটটি আপাতত ‘অফলাইন’ করে দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি বিকৃত করার চেষ্টার সময় সেটিতে কোনও ক্ষয়ক্ষতি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।