আমুদরিয়া নিউজ: সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। মঙ্গলবার গভীর রাতে বারামুলা জেলার উরি সেক্টরে টিক্কা বর্ডার পোস্টের কাছে ঘটনাটি ঘটেছে। সেনা সূত্রে খবর, গতকাল গভীর রাতে পাকিস্তান থেকে কিছু জঙ্গি ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। ভারতীয় সেনা পাল্টা গুলি চালাতেই শুরু হয় তীব্র লড়াই। গুলির আঘাতে গুরুতর আহত হন এক জওয়ান। পরে তাঁর মৃত্যু হয়। তবে শেষ পর্যন্ত অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনাবাহিনী। যদিও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, খারাপ আবহাওয়ার সুযোগে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।