আমুদরিয়া নিউজ: পহেলগাঁওয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই আবহেই আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় নাকি পালানোর চেষ্টা করছে পহেলগাঁও হামলার জঙ্গিরা। শনিবার দুপুর নাগাদ চেন্নাই থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটি বিমান কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
সেই সময় ভারতীয় কর্তৃপক্ষের তরফে শ্রীলঙ্কার বিমানবন্দর সংস্থাকে জানানো হয়, যাত্রীদের মধ্যে ছ’জন জঙ্গি হয়ত ছদ্মবেশে রয়েছে। এই খবর পাওয়া মাত্রই কলম্বো বিমানবন্দরে চেন্নাই থেকে আসা বিমান নামতেই প্রতিটি যাত্রীকে বিমান থেকে নামিয়ে সার দিয়ে দাঁড় করিয়ে এক এক করে তল্লাশি চলে। সঙ্গে চলে লাগাতার জিজ্ঞাসাবাদ। তবে ‘সন্দেহভাজন’ কোনও ব্যক্তির হদিশ মেলেনি। শ্রীলঙ্কান এয়ারলাইন্স তরফে পরে জানানো হয়, বিমানটিতে তল্লাশি চালানোর পর পরবর্তী গন্তহব্যের জন্য সেটিকে প্রস্তুত করা হয়। বিমানটি নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।