আমুদরিয়া নিউজ: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার পর ১৫ দিন পেরিয়ে গেলেও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এই অবস্হায় সাধারণ নাগরিকদের কাছে তথ্য চাইল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কেন্দ্রীয় সংস্থার তরফে ওই এলাকায় হাজির পর্যটক এবং স্থানীয় জনগণের কাছে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে আরও তথ্য, ছবি বা ভিডিয়ো থাকলে অবিলম্বে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার ওয়েবসাইট এবং সমাজমাধ্যমে পহেলগাঁও সন্ত্রাস নিয়ে তথ্য দেওয়ার জন্য দু’টি ফোন নম্বরও দিয়েছে এনআইএ।
