আমুদরিয়া নিউজ: শুক্রবারই পাকিস্তান থেকে সমস্তরকম পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার শুধু পণ্য নয়, পাকিস্তান থেকে কোনওরকম চিঠি বা পার্সেল আসবে না ভারতে। দুদেশের মধ্যে ডাক পরিষেবাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিল দিল্লি। শনিবার ভারতীয় যোগাযোগ মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, আকাশপথে বা স্থলপথে পাকিস্তান থেকে সব ধরনের চিঠি এবং পার্সেলের এ দেশে ঢুকতে দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি। বাতিলের পথে সিন্ধু জলচুক্তি। দুদেশের মধ্যে বাণিজ্যও বন্ধ। এমনকী, পাকিস্তানিদের সোশাল মিডিয়া হ্যান্ডেলও বেছে বেছে বন্ধ করা হচ্ছে। পাকিস্তানিদের ভিসা বাতিল, পাকিস্তানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করে দেওয়া-সহ একের পর এক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অটারী সীমান্তও।