আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন কিংবদন্তি ব্রিটিশ গায়ক ওজি ওসবোর্ন। বয়স হয়েছিল ৭৬। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার ব্রিটেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন পারকিনসনের মতো শারীরিক সমস্যায়। ‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডের প্রধান গায়ক ছিলেন ওজি। মাত্র তিন সপ্তাহ আগেই ওজি ওসবর্ন মঞ্চে উঠেছিলেন সহযোদ্ধাদের সঙ্গে। অসুস্থ শরীরেই মঞ্চ মাতিয়েছিলেন তিনি। ১৩টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। পাঁচবার গ্র্যামি জয়ী শিল্পী ওজি ওসবর্ন শুধুমাত্র একজন শিল্পীই ছিলেন না। তিনি ছিলেন আন্দোলনের মুখ। তবে জীবনের বেশির ভাগ সময়ই তিনি ডুবে ছিলেন মাদকে। ১৯৮০ সালে নিজের পরিবারের ১৭টি বিড়ালকে হত্যা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিংবদন্তীর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতপ্রেমীদের মধ্যে।