আমুদরিয়া নিউজ: কাশির সিরাপ খেয়ে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় এ বার গ্রেফতার তামিলনাড়ুর ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘স্রেসান ফার্মা’র মালিক রঙ্গনাথন। বুধবার রাতে চেন্নাই থেকে তাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। সম্প্রতি মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। ‘কোল্ডরিফ’ নামে বিষাক্ত একটি কাশির সিরাপ খেয়েই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। সাম্প্রতিক একটি পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তা ছাড়া, ডিইজি মেশানো ওই সিরাপ খেলে লিভার এবং স্নায়ুতন্ত্রেরও মারাত্মক ক্ষতি হতে পারে। ঘটতে পারে মৃত্যুও। ‘স্রেসান ফার্মা’ নামে তামিলনাড়ুর যে সংস্থা ওই কাশির সিরাপ তৈরি করেছিল, তার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই বুধবার গভীর রাতে চেন্নাই থেকে রঙ্গনাথনকে গ্রেফতার করা হয়েছে। দেশের ন’টি রাজ্যে কোল্ডরিফ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
