আমুদরিয়া নিউজ: ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে তৃণমূলে নতুন কর্মসূচি চালু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। সেই ডাকে বিপুল সাড়া মিলেছে বলে দাবি তৃণমূলের। শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ডিজিটাল যোদ্ধা হতে চেয়ে ২৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। গোটা বাংলায় অন্তত ১৫ হাজার ডিজিটাল যোদ্ধা নেওয়ার পরিকল্পনা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেই লক্ষ্যে তিনি নিজেই বার্তা দিয়ে ভিডিও পোস্ট করেন বৃহস্পতিবার। বুথস্তরে কাজ করে সেই যোদ্ধারা ডিজিটাল মাধ্যমে বাংলা বিরোধী অপপ্রচার, কুৎসাকে জবাব দেবে। তার জন্য দেড় মাস ধরে সদস্য সংগ্রহ হবে।
