আমুদরিয়া নিউজ : এস আই আরের পরে মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ গিয়েছে। তা ছাড়া ৩০ লক্ষ জনকে শুনানিতে ডাকা হয়েছে। যাঁরা আগের ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক আই এ এস সুব্রত গুপ্ত জানান, মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ গিয়েছে। এ ছাড়া যাঁরা এসআই আরের ফর্ম পূরণ করেননি, তাঁদেরও নাম নেই। তবে নাম না থাকলেও উপযুক্ত তথ্য থাকলে যে কেউ তা কমিশনের শুনানিতে এসে দেখানোর সুযোগ পাবেন। শুনানির পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আপনি নিজের নাম আছে কি না দেখতে চান! তা হলে ceowestbengal.wb.gov.in/asd sir এই ওয়েবসাইটে লগইন করতে পারেন।
৫৮ লক্ষের বেশি নাম বাদ খসড়া তালিকায়, আরও ৩০ লক্ষ নিয়ে সংশয়
Leave a Comment