আমুদরিয়া নিউজ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর ১৫ দিন পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান ফের প্রত্যাঘাত করতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত। ইতিমধ্যেই প্রতিটি বাহিনীকে সতর্ক করা হয়েছে। তৎপর পুলিশও। এই আবহেই বড় পদক্ষেপ। উত্তর ও পশ্চিম ভারতের বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হল অসামরিক বিমান ওঠানামা। একাধিক বিমানবন্দরে আপাতত উড়ান স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
জানা গিয়েছে, লেহ, শ্রীনগর, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগঢ়, যোধপুর, জয়সালমীর, জামনগর, ভাটিন্ডা, ভূজ, ধর্মশালা, রাজকোট, পোরবন্দর, থৌ বিমানবন্দর সহ উত্তর ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে বিমান চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। এই বিমানবন্দরগুলিতে অসামরিক বিমান ওঠানামা বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। বুধবার ভারতে বাতিল করা হয়েছে প্রায় ২০০টিরও বেশি বিমান। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশা এয়ার সহ বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা বিবৃতি জারি করে উত্তেজনাপূর্ণ অঞ্চলগুলি থেকে উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে।