আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা ভিএস অচ্যুতানন্দন। বয়স হয়েছিল ১০১ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার দুপুরে তিরুঅনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এক মাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হয়নি। ১৯২৩ সালের ২০ অক্টোবর আলেপ্পি জেলায় অচ্যুতানন্দনের জন্ম। কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন মাত্র ১৫ বছর বয়সেই। ১৯৬৪ সালে কলকাতায় সিপিআইয়ের ন্যাশন্যাল কাউন্সিলের থেকে ৩২ জন বেরিয়ে গিয়ে সিপিআই(এম) গঠন করেছিলেন, ভি এস তাঁদেরই একজন। ২০০৬ থেকে ২০১১ — এই পাঁচ বছর কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন অচ্যুতানন্দ। সামলেছেন দলের রাজ্য সম্পাদকের গুরুদায়িত্ব। সব মিলিয়ে ১৪ বছর কেরলের বিরোধী দলনেতা ছিলেন তিনি। তাঁর মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।