আমুদরিয়া নিউজ: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হলেন খোদ নৌবাহিনীর সদর দপ্তরের এক কর্মী। ধৃতের নাম বিশাল যাদব। হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা বিশাল ডিরেক্টরেট অফ ডকইয়ার্ডে একজন আপার ডিভিশন ক্লার্ক হিসাবে কর্মরত ছিলেন। দিল্লিতে নৌসেনা সদর দফতরেই তাঁর পোস্টিং ছিল। চর সন্দেহে তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করতেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। মোবাইলের তথ্য থেকে জানা যায়, টাকার বিনিময়ে তিনি নৌসেনা এবং প্রতিরক্ষা দপ্তরের গোপন তথ্য পাকিস্তানের এক মহিলা এজেন্টকে পাচার করতেন। এমনকি ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালীনও সংবেদনশীল তথ্য অভিযুক্ত ব্যক্তি পাকিস্তানে পাচার করেছিলেন বলে অভিযোগ। তদন্তে আরও জানা গিয়েছে, বিশাল অনলাইন গেমে আসক্ত ছিলেন। এর জন্য টাকার প্রয়োজন মেটাতে চরের কাজ শুরু করেন। কী কী ধরনের তথ্যপাচার করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
