আমুদিরয়া নিউজ : নড়েন না চড়েন না একটুকুও। ২০ বছর ধরে এভাবেই ঘুমিয়ে রয়েছেন এক যুবরাজ। প্রিন্স আল ওয়ালিদ চলতি মাসে ১৮ এপ্রিল নিজের ৩৬ তম জন্মদিন পালন করেছেন। তাঁকে সকলেই স্লিপিং প্রিন্স বা ঘুমের যুবরাজ বলে ডাকেন। ২০০৫ সালে একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই যুবরাজ। তখন থেকেই রিয়াধের কিং আব্দুলগাজী মেডিক্যাল সিটি হাসপাতালে বছরের পর বছর ধরে ভর্তি রয়েছেন এই যুবরাজ। এই যুবরাজ রয়েছেন একটি ভেন্টিলেটারে। একটি টিউব দিয়ে তিনি খাবার খান। তাকে সর্বদাই লাইফ সিস্টেমে রাখা হয়েছে। যদি এটি সরিয়ে নেওয়া হয় তাহলে তিনি ততক্ষণাত মারা যাবেন। ২০১৯ সালে এই প্রিন্স সামান্য কিছু বলার চেষ্টা করেছিলেন। তবে তারপর আর সাড়া দেননি। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বহুযুগ থেকে তারা প্রিন্সের জেগে ওঠার অপেক্ষায় রয়েছেন। তবে কবে সেই স্বপ্নপূরণ হবে সেটা কেউ জানে না।
