আমুদরিয়া নিউজ : বহু বছর পর ওড়িশার সমুদ্র তীরে দেখা মিলল একঝাঁক বিপন্ন অলিভ রিডলে প্রজাতির কচ্ছপের। জানা গিয়েছে প্রায় ৩৩ বছর পর উপকূলে ডিম পাড়তে এসেছে তারা। এই কচ্ছপগুলি যাতে আগামীতে ওড়িশার উপকূলে বাসা বাঁধতে পারে তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে সংরক্ষণকারীরা।
 
			 
					 
		 
		 
		