আমুদরিয়া নিউজ : জনবসতিতে হাতির হানা অব্যাহত উত্তরবঙ্গে। বৃহস্পতিবার রাতে বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি চা বাগানে শ্রমিক কলোনিতে হাতির হানায় জখম হয়েছেন সাবিত্রী ওরাওঁ (৮১)। বাসিন্দারা জানান, হাতিটি দিনভর সেখানে ছিল। রাতে কাঁঠালগুড়ি চা বাগানের মুন্সি লাইনের শ্রমিক কলোনিতে ঢুকে পড়ে। তখনই হামলা চালায়।