আমুদরিয়া নিউজ: ওড়িশার পুরী জেলায় ফের ঘটল নৃশংস ঘটনা। ১৫ বছরের কিশোরীকে গায়ে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা! পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে পুরী জেলার বায়াবার গ্রামে। কিশোরী তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল, সেই সময় তিন দুষ্কৃতী তার পথ আটকায়। এবং কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কতীরা। কিশোরীর আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। অগ্নিদগ্ধ কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বর এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কয়েক দিন আগে ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজের এক ছাত্রী অধ্যক্ষের ঘরের সামনে নিজের গায়ে আগুন ধরান। অভিযোগ, বার বার যৌন হেনস্থার অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করেননি কলেজ কর্তৃপক্ষ। ওই ঘটনা নিয়ে এখনও তোলপাড় ওড়িশা।
