আমুদরিয়া নিউজ: হয় গাজা দখল নাহলে ইস্তফা দিন, ইজরায়েল সেনাকে কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস ইজরায়েলের এক পণবন্দির ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে। সেখানে এক বছর চব্বিশের শীর্ণকায় যুবককে দেখা যাচ্ছে। মাটি খুঁড়ছেন। বলছেন নিজের কবর খুঁড়ছি। এইসব দেখিয়ে হামাস চাপ বাড়াতে চাইছে ইজরায়েলের উপর। এই অবস্থায় ইজরায়েল সেনাকে কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, ‘হয় গোটা গাজা দখল করো অথবা ইস্তফা দাও।’ দুবছর ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে চলছে যুদ্ধ। নেতানিয়াহুর এই হুঁশিয়ারিতে পরিস্থিতি নয়া মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।
