আমুদরিয়া নিউজ: হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে! নিজস্ব সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে এআই-নির্মিত এমনই ভিডিও পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টের সারমর্ম হল, কেউই আইনের ঊর্ধ্বে নন। আমেরিকার একাধিক রাজনৈতিক নেতার মুখ ব্যবহার করা হয়েছে এই কথাটি বোঝানোর জন্য। বাস্তবের কিছু ভিডিও ফুটেজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এআই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন ওবামা। সেখান থেকেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে এফবিআই। সেই দৃশ্য দেখে হাসছেন ট্রাম্প। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, কয়েদির পোশাক পরে গারদের ভিতরে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা। মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণে সমালোচনার ঝড় উঠলেও নির্বিকার ট্রাম্প। প্রসঙ্গত, ক’দিন আগেই ওবামার বিরুদ্ধে নির্বাচনি কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। তার কিছুদিন পরই এমন ভিডিও দিয়ে কি কোনও বার্তা দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট? উঠছে প্রশ্ন।
