আমুদরিয়া নিউজ: দলবল নিয়ে এনডিএ ছাড়লেন তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বহিষ্কৃত এআইএডিএমকে নেতা ও পনীরসেলভম। বৃহস্পতিবার সকালেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে প্রাতর্ভ্রমণে দেখা গিয়েছিল পনীরসেলভম-কে। তার পরেই বেলায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী তথা তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী পিএস রামচন্দ্রন ঘোষণা করেন যে, তাঁরা এনডিএ ছাড়ছেন। এই ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন পনীরসেলভমও। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই মুহূর্তে আমরা কোনও দলের সঙ্গে জোট করছি না। তবে ভবিষ্যতে নির্বাচনের আগে আমরা এই বিষয়ে ভাবনাচিন্তা করব।” প্রসঙ্গত ২০২৬ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তামিলনাড়ুতে।
