আমুদরিয়া নিউজ : মধ্যপ্রদেশের ইন্দোরে গুরুতর চিকিৎসা অবহেলার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মহারাজা যশবন্তরাও হাসপাতালের নিউ চেস্ট ওয়ার্ডে ভর্তি থাকা দেড় মাসের এক শিশুর বুড়ো আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার শিশুর হাতে অস্বাভাবিক ফোলাভাব দেখা দিলে নার্সকে ডাকা হয়। অভিযোগ, শিরায় লাগানো আইভি ক্যাথেটারের টেপ কাঁচি দিয়ে কাটতে গিয়ে অসাবধানতাবশত নার্স শিশুটির বুড়ো আঙুল কেটে ফেলেন। ঘটনায় শিশুর পরিবার ও হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি শিশুটিকে ইন্দোরের একটি সুপার-স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্লাস্টিক সার্জনদের একটি দল জরুরি অস্ত্রোপচার করে কাটা আঙুলটি পুনরায় জোড়া লাগান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং শিশুর অবস্থা বর্তমানে স্থিতিশীল। ঘটনার পর অভিযুক্ত নার্স আরতি শ্রোত্রিয়াকে বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।