আমুদরিয়া নিউজ: সার্বিয়া ছেড়ে সপরিবারে গ্রিসে চলে গেলেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। সংবাদ সংস্থা জানাচ্ছে, জোকোভিচ কিছু দিন আগে থেকেই গ্রিসের রাজধানী এথেন্সে থাকা শুরু করেছেন। ছেলে স্টেফান এবং মেয়ে তারাকে এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করে দিয়েছেন। শহরের দক্ষিণের একটি এলাকায় বাড়িও কিনে ফেলেছেন। সার্বিয়াতে বিগত কয়েক মাস ধরে সরকার বিরোধী আন্দোলন চলছে। দেশজুড়ে চলছে এই আন্দোলন। জকোভিচ প্রকাশ্যে এই আন্দোলনকে সমর্থন করেন। সেই কারণেই সরকারের রোষের মুখে পড়ে দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। জানা গিয়েছে, গ্রিক গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন তিনি। গ্রিসে নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করলে এই ভিসা পাওয়া যায়।