আমুদরিয়া নিউজ : অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন কুখ্যাত মাওবাদী কমান্ডার মাদভি হিদমা। বহুদিন ধরেই হিদমা নিরাপত্তা বাহিনীর নজরে ছিলেন। তাঁর নামে ছিল মোটা পুরস্কার, কারণ তিনি মাওবাদী দলে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিতেন এবং একাধিক বড় হামলার ঘটনার পেছনে তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ। এদিন ভোরে নিরাপত্তা বাহিনী পাহাড়ি জঙ্গলে বিশেষ অভিযান চালায়। সেই সময় মাওবাদীদের সঙ্গে গুলি চলে। এতে হিদমা, তাঁর স্ত্রী এবং আরও কয়েকজন মাওবাদী নিহত হয়। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও নথিও উদ্ধার করেছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর দাবি, হিদমার মৃত্যুর ফলে মাওবাদী সংগঠন বড় ধাক্কা খেল। তাঁর নেতৃত্বে থাকা দলটি দীর্ঘদিন ধরে এলাকার গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে দিত। প্রশাসনের আশা, এই অভিযানের ফলে অঞ্চলে মাওবাদী তৎপরতা আরও কমে যাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে।