আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে কলকাতার রাজভবনের নাম বদলে রাখা হল ‘লোক ভবন’। কেন্দ্রের নির্দেশ মেনে সারা দেশে রাজ্যপালদের সরকারি বাসভবনের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়ম অনুযায়ী রাজ ভবন নাম বাদ দিয়ে নতুন করে লোক ভবন নামে পরিচিত হবে এই ঐতিহাসিক ভবন। রাজ্যপাল জানান, এই সিদ্ধান্ত দেশের প্রশাসনে ঔপনিবেশিক ছাপ কমানোর একটি প্রচেষ্টা। তাঁর মতে, রাজ শব্দের বদলে লোক ব্যবহার করলে প্রতিষ্ঠানটি মানুষের কাছে আরও গ্রহণযোগ্য মনে হবে এবং আধুনিক গণতান্ত্রিক মানসিকতার সঙ্গে সামঞ্জস্য রাখবে। এদিন আনুষ্ঠানিকভাবে নতুন নাম প্রকাশ করা হয়। ভবনের শিলালিপি, বোর্ড এবং অফিসিয়াল নথিতেও ধীরে ধীরে নতুন নাম ব্যবহার শুরু হবে বলে জানানো হয়েছে।